ফলের রাজ্য হিসেবে পরিচিত সীমান্ত ঘেষা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা। এই উপজেলায় রয়েছে লিচু, কাঁঠাল, মাল্টা, পেয়ারাসহ বিভিন্ন ফলের বাগান। এবার প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চায়না-থ্রি জাতের কমলার আবাদ করে তাক লাগিয়ে দিয়েছেন বিজয়নগরের বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুরের বাসিন্দা প্রবাসফেরত যুবক মো. আলমগির ভূঁইয়া। উৎপাদিত এই কমলা চীনসহ অন্য যেকোনো দেশ থেকে আমদানি করা কমলার মতোই সুস্বাদু। জেলার বিভিন্ন স্থান থেকে ফরমালিনমুক্ত এ ফল নিতে ভিড় জমাচ্ছেন বাগানে। ছবিগুলো মঙ্গলবার (১৪ নভেম্বর) তোলা। ছবি: ফোকাস বাংলা