আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি আন্তর্জাতিক মহলের ‘অযাচিত হস্তক্ষেপে’ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাঁচ শতাধিক শিক্ষক।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন 'বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের' সদস্য সচিব অধ্যাপক বশির আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, নির্বাচন কমিশন ইতোমধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ২০২৪ সালের ৭ জানুয়ারি ৩০০ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণায় প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার সব ধরনের উদ্যোগ গ্রহণ এবং সকল উদ্বেগ, উৎকণ্ঠা ও অস্বস্তি পরাভূত করে নির্ভয়ে আনন্দ-মুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে অবাধে মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করতে অনুরোধ করেছেন। তাই আমরা 'বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ' নির্বাচনী তফসিলকে স্বাগত জানাই।
এতে উল্লেখ করা হয়, গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলমান অবস্থায় তফসিল ঘোষণার প্রাক্কালে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সব ধরনের শিষ্টাচার লঙ্ঘন করে সে দেশের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের তিনটি রাজনৈতিক দলকে নিঃশর্ত সংলাপে বসার আহ্বান জানিয়ে চিঠি বিতরণ করেছে বলে জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। তবে ইতোমধ্যে আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করার সব ধরনের উদ্যোগ নির্বাচন কমিশনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে, সেই সময়ে এই ধরনের চিঠি বিতরণ ও হস্তক্ষেপ শিষ্টাচার-বহির্ভূত।
এতে আরও উল্লেখ করা হয়, 'বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ' মনে করে, একটি সার্বভৌম দেশের নাগরিক হিসেবে দেশের জনগণের নিজস্ব স্বাধীনতা, গণতন্ত্র ও স্বাধীনভাবে নিজের ভোট দেওয়ার অধিকার রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের এমন পদক্ষেপ দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি এবং মান-মর্যাদা ক্ষুণ্ণ করেছে। উক্ত ঘটনায় আমরা 'বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ' গভীর উদ্বেগ প্রকাশ করছি।
এছাড়া বিবৃতিতে স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রের প্রতি সম্মান জানিয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে বাংলাদেশের নির্বাচন কমিশন ও সরকারের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সবাইকে আহ্বান জানানো হয়।