শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

বিশ্বকাপ জয়ের পর প্রথম হার আর্জেন্টিনার, যা বললেন মেসি 

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১৩:৩২

বিশ্বকাপ জয়ের পর প্রথম হারের মুখ দেখেছে আর্জেন্টিনা। শুক্রবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় সকালে ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে হেরেছে আলবিসেলেস্তারা। হারের পর উরুগুয়েকেই সব ক্রেডিট দিয়েছেন লিওনেল মেসি।

উরুগুয়ের কাছে হারের পর মেসি বলেন, 'আমরা জানতাম যে, কী ধরনের ম্যাচ খেলতে যাচ্ছি। আমাদের জন্য কঠিন ছিল খেলা। খেলার প্রতি তাদের একাগ্রতা ছিল চরমে। মাঝমাঠে শারীরিকভাবে শক্তিশালী ও দ্রুতগতির খেলোয়াড় রয়েছে তাদের। আমরা একদমই স্বাচ্ছন্দ্যবোধ করিনি। যে কারণে তাদের খেলা আমাদেরও গতি বাড়িয়ে দেয়।'

উরুগুয়ের আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসাকেই ক্রেডিট দিয়ে মেসি আরও বলেন, 'আপনি দেখছেন তারা কার (মার্সেলো বিয়েলসা) হাতে আছে। সব দল কিংবা ক্লাব এমনকী আর্জেন্টিনা দলেও তার ছাপ খুঁজে পাবেন আপনি। তারা খুব ভালো খেলেছে। আমাদের হারতেই হতো। এটাও একটা পরীক্ষা।'

 

ইত্তেফাক/জেডএইচ