মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

হরতাল-অবরোধ পরিহার করে নির্বাচনে আসুন, বিএনপির উদ্দেশে অ্যাডভোকেট রুবেল

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ২১:০০

জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও জাতীয় যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল নির্বাচন হরতাল-অবরোধ ও জ্বালাও-পোড়াও পরিহার করে নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আগামী নির্বাচনে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাই করুন। সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের সুযোগ নেই।

গতকাল রবিবার কাকরাইলস্থ জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন, ঢাকার সভাপতি এনামুল ইসলাম রুবেল বলেন, রাজনৈতিক আন্দোলনের নামে সন্ত্রাসী কার্যকলাপ কখনো বরদাশত করা যায় না। আন্দোলনের নামে সন্ত্রাসের মাধ্যমে জনমনে আতঙ্ক ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির কোনো সুযোগ দেশের যুব সমাজ দেবে না। দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে যুব সমাজকে অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে।

বৈঠকে আরও বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মাহফুজ আলম, সহসভাপতি হাসনাইন তালুকদার দিবস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নাজমুল হুদা, প্রচার সম্পাদক মো. আল আমিন প্রমুখ।

ইত্তেফাক/এএএম