শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে কুপিয়ে হত্যা

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১৪:৩৭

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রোববার (১৯ নভেম্বর) বিকালের দিকে উখিয়ার ক্যাম্প-০৯ এর এইচ/১ ব্লক এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন। 

নিহত খুরশিদা বেগম (২৭) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৯ এইচ/১ ব্লকের বাসিন্দা লিয়াকত আলীর স্ত্রী। লিয়াকত আলী (২৯) একই ক্যাম্পের আবু সৈয়দের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, উখিয়া এফডিএমএন ক্যাম্প-৯ এর এইচ-১ ব্লকের লিয়াকত আলী নিজের ঘরে স্ত্রী খুরশিদা বেগমকে দা দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা খুরশিদা বেগমকে উদ্ধার করে ক্যাম্পের আইওএম হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান। ঘটনার পর থেকে লিয়াকত পলাতক।

উল্লেখ্য, একইদিন রাতে দুই গ্রুপের গোলাগুলিতে রোহিঙ্গা এক যুবক খুন হয়েছে।

ইত্তেফাক/এআই