আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনে সংসদ সদস্য পদে জাতীয় পার্টি- জেপি’র মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও জাতীয় যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল। আজ সোমবার জেপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে দলটির মহাসচিব শেখ শহীদুল ইসলামের কাছ থেকে তিনি এই মনোনয়ন ফরম নেন।
মনোনয়ন ফরম গ্রহণ শেষে অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল গণমাধ্যমে আলাপকালে আগামী জাতীয় নির্বাচনে সকল ভোটারকে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনই গণতন্ত্রের ভিত রচনা করে। নির্বাচন ছাড়া গণতন্ত্রের যাত্রাই হয় না। আর গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার জন্য নির্বাচনের কোন বিকল্প নেই। কারণ গণতন্ত্রের মূল হচ্ছে রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণ। জনগণ রাষ্ট্র পরিচালনায় যুক্ত হন তাঁদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে। নির্বাচনের মাধ্যমেই জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে থাকেন এবং দেশের ভোটাররাই এখানে মুখ্য ভূমিকা পালন করেন। কাজেই যেকোনো নির্বাচন, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপকসংখ্যক ভোটারের উপস্থিতিই কাম্য। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল ভোটারকে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি।
কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন, ঢাকার সভাপতি এনামুল ইসলাম রুবেল বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রয়োজন যুগোপযোগী যুবসমাজ। তরুণ সমাজটা হচ্ছে একটা জাতির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। আমাদের যুব সমাজ মানুষের সেবক হয়ে মানুষের পাশে দাঁড়াবে, নিজেদের আর্থ-সামাজিক উন্নতি করবে এবং পরিবারকে সহায়তা করবে।
আগামী নির্বাচনে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল বলেন, যেকোনো নির্বাচনে তরুণ ভোটারদের উপস্থিতি অন্য ভোটারদেরও উৎসাহ জোগায়। তরুণ ভোটারদের ব্যাপক উপস্থিতি অন্য ভোটারদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে অত্যন্ত জোরালো ভূমিকা পালন করে।