রোববার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সম্মেলনের পর বছর পার হয়নি পূর্ণাঙ্গ কমিটি

গাজীপুর মহানগর আওয়ামী লীগে ক্ষোভ

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৭:০০

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এক বছর আগে। বলা হয়েছিল মহানগর সম্মেলনের আগেই নগরীর ৯টি থানা ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। কিন্তু মাত্র দুটি থানার পূর্ণাঙ্গ কমিটি এবং তিনটি থানার সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা দিয়েই মহানগর আওয়ামী লীগের সম্মেলন সমাপ্ত হয়। সম্মেলনে নির্ধারণ করা হয়েছিল সব থানা ইউনিটের কমিটি দ্রুতই ঘোষণা করা হবে। অথচ মহানগর আওয়ামী লীগের সম্মেলন শেষ হওয়ার এক বছর পার হলেও করা হয়নি সাতটি থানা ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি। এ নিয়ে ঐ সব ইউনিটের সর্বস্তরের নেতাকর্মীদের ক্ষোভ ও হতাশার অন্ত নেই।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলনের আগে কোনাবাড়ী ও কাশিমপুর থানা সম্মেলন হলেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় দীর্ঘ দিন পর। এছাড়া বাসন, গাছা, পূবাইল থানা আওয়ামী লীগের সম্মেলনে কেবল সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। একইভাবে সম্মেলন হলেও কমিটি হয়নি টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম থানা এবং কাউলতিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক কমিটি। এতে সংশ্লিষ্ট থানা ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গত বছরের ১৯ নভেম্বর। এই সম্মেলনে অ্যাডভোকেট আজমত উল্লাহ খানকে সভাপতি ও আতাউল্লাহ মণ্ডলকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। সম্মেলনের এক বছর পার হলেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। থানা ইউনিটগুলোর মধ্যে গত বছরের ২৮ নভেম্বর কেবল সদর মেট্রো থানা আওয়ামী লীগের সম্মেলনে শুধু সভাপতি পদে অ্যাডভোকেট ওয়াজউদ্দীন মিয়ার নাম ঘোষণা করা হলেও দীর্ঘ দিনেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। কাউলতিয়া সাংগঠনিক থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছিল গত বছরের ১০ নভেম্বর। সম্মেলনের দ্বিতীয় পর্বে কমিটি ঘোষণা করার কথা থাকলেও একাধিক সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী থাকায় অদ্যাবধি পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়নি। সর্বশেষ গত বছরের ২ ডিসেম্বর টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানা আওয়ামী লীগের যৌথ সম্মেলন অনুষ্ঠিত হলেও কোনো কমিটি ঘোষণা করা হয়নি। এদিকে দীর্ঘদিনেও মহানগরসহ থানা পর্যায়ের আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত না হওয়ায় নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ ও হতাশার পাশাপাশি দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে। এর বিরূপ প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেখা দিতে পারে বলে নেতাকর্মীরা আশঙ্কা করছেন। তাই জাতীয় সংসদ নির্বাচনের আগেই মহানগরসহ সমুদয় থানা পর্যায়ের আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জোর দাবি জানিয়েছেন তারা।

এ ব্যাপারে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল বলেন, বিভিন্ন থানায় আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীর সংখ্যা ছিল অনেক। প্রার্থীরা নিজেরা সমঝোতায় পৌঁছাতে পারেননি। মহানগরসহ সব থানা পর্যায়ের আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব মহানগরীর সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই সব থানার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এতে কারো মনে কোনো ক্ষোভ বা উৎকণ্ঠা থাকার কথা নয়।

ইত্তেফাক/এমএএম