বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

প্রেক্ষাগৃহে না হলেও অবশেষে মুক্তি পাচ্ছে ফারুকীর ‘শনিবার বিকেল’

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১৪:০০

প্রায় সাড়ে চার বছর ধরে সেন্সরে আটকে রয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত সিনেমা ‘শনিবার বিকেল’। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির জন্য নির্মাতা অনেক দৌড়ঝাঁপ করলেও মুক্তির অনুমতি পায়নি। তবে দেশে মুক্তি না পেলেও চলতি বছরের মার্চে আমেরিকা ও কানাডায় মুক্তি পায় সিনেমাটি। 

এবার সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্লাটফর্মে। ভারতীয় প্লাটফর্ম সনি লাইভে আগামী শুক্রবার স্ট্রিমিং হতে যাচ্ছে ‘শনিবার বিকেল’। এই সিনেমার প্রায় দেড় মিনিটের একটি টিজার প্রকাশ করে এমন ঘোষণাই দিয়েছে সনি লাইভ। খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা ফারুকীও।

হলি আর্টিজানের নির্মম ঘটনার ছায়া অবলম্বনে ‘শনিবার বিকেল’ নির্মিত হয়েছে বাংলাদেশ-ভারত-জার্মান ত্রিদেশীয় যৌথ প্রযোজনায়। বাংলা ভাষা ছাড়াও ইংরেজি ভাষাতেও হয়েছে ডাবিং। টানা ১৫ দিন মহড়ায় মাত্র ৭ দিনেই শেষ হয়েছে ছবির শুটিং।

এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত চ্যাটার্জী, নুসরাত ইমরোজ তিশা, ইন্তেখাব দিনার এবং ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি।

 

ইত্তেফাক/পিএস