রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

মালিবাগে আবাসিক হোটেল থেকে একজনের লাশ উদ্ধার

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১০:৩২

মালিবাগে একটি আবাসিক হোটেল থেকে মিজানুর রহমান (৪৫) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) সকাল সাতটার দিকে তার লাশ উদ্ধার করে রামপুরা থানা পুলিশ। মিজানুরের পরিচয়- তিনি রাজবাড়ির বালিয়াকান্দির গোসাই গোবিন্দপুর গ্রামের আজমল আলী শেখের ছেলে।

আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার এসআই হাবিজ উদ্দিন বলেন, ‘শনিবার রাত ১১টার দিকে মালিবাগ ডিআইটি রোডে হোটেল সবুজ বাংলার (আবাসিক) চতুর্থ তলার একটি রুমে ওঠেন মিজানুর। সকালে হোটেল কর্তৃপক্ষ আমাদের খবর দেয়। তারপর আমরা ওই রুম থেকে তার লাশ উদ্ধার করি।’

তিনি আরও বলেন, ‘রুমটির দরজা খোলা ছিল। আর রুমের ভেতর বিছানার ওপর শোয়া অবস্থায় ছিলেন তিনি। তবে তার শরীরে কোনো আঘাত বা অস্বাভাবিক কিছুই দেখা যায়নি। কীভাবে তার মৃত্যু হয়েছে- সেই রহস্য বের করার চেষ্টা চলছে। লাশটি এখন ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।’

ইত্তেফাক/এইচএ