বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

চার বছর পর শুটিংয়ে ফিরছে শাকিবের ‘আগুন’

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ২০:০০

বদিউল আলম খোকনের পরিচালিত ‘আগুন’ সিনেমার শুটিং শুরু হয়েছিল করোনার আগে। কয়েক ধাপে শুটিং হলেও এখনও সম্পন্ন হয়নি শাকিব খান অভিনীত এই সিনেমার শুটিং। আবারো এই সিনেমা নিয়ে শুটিং সেটে ফিরছেন নির্মাতারা।

আগেই শেষ হয়েছিল সিনেমার ৮০ ভাগ কাজ। বাকি ২০ ভাগ সম্পন্ন করতে আগামী ২২ ডিসেম্বর সেটে ফিরবেন বলে জানিয়েছেন পরিচালক। তিনি জানান, এরইমধ্যে প্রস্তুতি শুরু করেছেন তিনি। আগামী ২২ ডিসেম্বর থেকে আটকে থাকা বাকি অংশের শুটিং হবে। 

গণমাধ্যমে পরিচালক বলেন, ‘সামনের সপ্তাহ থেকে ‘‘রাজকুমার’’ ছবির শুটিং করবেন শাকিব। ২২ ডিসেম্বর থেকে আমার শিডিউল দেবেন। তখন আমি বাকি থাকা দুটি গান ও অন্যান্য দৃশ্যের শুটিং করব। সব ঠিক থাকলে আগামী বছর কোনো উৎসবে ছবিটি মুক্তি দেব।’

সিনেমাটিতে শাকিবের বিপরীতে জুটি বেঁধেছেন নবাগত নায়িকা জাহারা মিতু। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, সুচরিতা, সুব্রতসহ অনেকে। কাহিনী ও সংলাপ লিখেছেন কমল সরকার। প্রসঙ্গত, ২০১৯ সালের আগস্টে শুরু হয়েছিল ‘আগুন’ ছবির কাজ। সে বছরই শেষ হয়েছিল এর দ্বিতীয় লটের শুটিং। এরপর নানা জটিলতায় তা আটকে যায়।

ইত্তেফাক/এএম