মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির ‘ভার্চুয়াল’ বৈঠক

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১১:২৩

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন–বিশেষজ্ঞ প্রতিনিধিদলের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছে বিএনপি। শনিবার (২ ডিসেম্বর) বিকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দলটির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। 

শায়রুল কবির জানান, বিকাল ৩টার দিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে দলটির ৫ সদস্যের প্রতিনিধি বৈঠক অংশ নেন।

বৈঠকে ‘গায়েবি’ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও তৃণমূলের নেতা-কর্মীদের গ্রেপ্তার, পরিবারের সদস্যদের ওপর নির্যাতন, সম্ভাব্য প্রার্থীসহ শত শত নেতা-কর্মীকে সাজা দেওয়ার মতো দমন-পীড়নের মধ্যে একতরফা নির্বাচন আয়োজনসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানান বিএনপির এ নেতা। 

ইত্তেফাক/এবি