দিনাজপুরের কাহারোলের দশমাইল-বীরগঞ্জ-রামপুর মোড়ে শনিবার (৩ ডিসেম্বর) রাত একটার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ধানবোঝাই ট্রাকে চলন্ত অবস্থায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন কাহারোল থানার ওসি মো. ফারুকুল ইসলাম।
এ ঘটনায় দগ্ধ ট্রাক চালক মো. আনিছুর রহমান (২৯) এবং ঘটনার সময় অক্ষত অবস্থায় পালাতে সক্ষম হওয়া ট্রাক চালকের সহকারী (হেলপার) মো. মফিজুল ইসলাম জানান, তারা পঞ্চগড় থেকে ট্রাক মালিকের ধান বোঝাই করে দিনাজপুর কাঞ্চন অটো মিলে নিয়ে যাওয়ার পথে রামপুর মোড়ে বিটের কাছে এলে পেছন থেকে দুটি মোটরসাইকেল সামনে এসে সামনের গ্লাসে ইট ছুড়তে থাকে। ঘটনার আকস্মিকতায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং একটি গাছের সঙ্গে ট্রাকটির ধাক্কা লাগে।
দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন দিলে চালক আনিছুর রহমানের দুই পায়ের সিংহভাগই পুড়ে যায়। তবে হেলপার অক্ষত অবস্থায় ট্রাক থেকে বের হয়ে যেতে সমর্থ হন।
দগ্ধ ট্রাক চালককে কাহারোল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে কাহারোল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।