চাঁপাইনবাবগঞ্জে এক এমপি প্রার্থীর বাসভবনে ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। ওই প্রার্থীর পরিচয়- বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনএম মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল মতিন।
শনিবার (২ ডিসেম্বর) রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, রাত পৌনে আটটার দিকে ককটেল হামলার ঘটনা ঘটে। এ সময় ওই এলাকায় লোডশেডিং দেখা দেয়। এর মধ্যেই রাতে ভবনের মূল ফটকের সামনে এসে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় সেখানে পড়ে থাকে। এতে হাতাহতের খবর পাওয়া যায়নি।
বাসভবনে ককটেল হামলার বর্ণনা দিয়ে বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক, বিএনএম প্রার্থী মাওলানা আব্দুল মতিন বলেন, ‘আসন্ন নির্বাচনে আমার বিজয় সুনিশ্চিত জেনে প্রতিপক্ষরা এই ককটেল হামলা করেছে।’
ঘটনার পর পরই চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে সাংবাদিকদেরকে তিনি বলেন, ‘আলামত সংগ্রহ করা হয়েছে। এটা পরীক্ষাগারে পরীক্ষা-নিরীক্ষার পরে বলা যাবে (সেটা) ককটেল কিনা। নির্বাচনের সব প্রার্থীর নিরাপত্তা দিতে আমরা সচেষ্ট।’