বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৫

রংপুর নগরীর মুছিরমোড় বটতলা এলাকায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ রোববার (৩ ডিসেম্বর) অভিযোগ দায়েরের পর ৫ জনকে গ্রেপ্তার করেছে হাজিরহাট থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন, রানা,  হাফিজুল, আলমগীর হোসেন, সামসুল ইসলাম ও বুলু।

রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি ক্রাইম আবু মারুফ হোসেন জানান, ছাগল চুরির অভিযোগে নগরীর হাজিরহাট এলাকায় এক দম্পতিকে তুলে নিয়ে যায় ওই এলাকার কয়েকজন যুবক। পরে গভীর রাতে একটি টিনের ঘরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।  পরে ভুক্তভোগী ওই নারী হাজিরহাট থানায় অভিযোগ করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত রানা ও হাফিজুলসহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি ভুক্তভোগী নারীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি