বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

অভিষেকের হাতে নেই বিয়ের আংটি, দুশ্চিন্তায় নেটিজেনরা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৯:৩৪

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছড়িয়েছে, বিচ্ছেদ হতে যাচ্ছে বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের। এমন খবরে খুবই উদ্বিগ্ন ভক্তরা। এর মাঝেই দেখা গেল অভিষেক বচ্চনের হাতে নেই বিয়ের আংটি।

দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি প্রকাশ্যে এসেছে অভিষেক বচ্চনের একটি ছবি, যা নিয়ে চলছে জোর চর্চা। নেটিজেনদের অনেকেই লক্ষ্য করেছেন যে অভিষেক বিয়ের আংটি পরেননি।

অথচ আগে সবসময়ই তার হাতে থাকতো বিয়ের আংটি। বিয়ের আংটি না থাকায় ভক্তরা রয়েছেন দুশ্চিন্তায়।

এক ভক্ত লিখেছেন, ‘বচ্চন পরিবারে বিবাহবিচ্ছেদ প্রত্যাশিত ছিল না!’ আরেক ভক্ত লিখেছেন, ‘যতদিন অমিতাভ বচ্চন বেঁচে থাকবেন, ততদিন তিনি এমন কিছু হতে দেবেন না।’

এর আগে যতবারই গুঞ্জন রটেছে মুখ খুলেছেন বচ্চন পরিবারের সদস্যরা। তবে এবার সবাই নীরব। মুখ খোলেননি ঐশ্বরিয়াও।

পরিস্থিতি যাই হোক, আপাতত অভিষেক এবং ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে বেশ চিন্তিত ভক্তরা।

ইত্তেফাক/পিএস