শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

দশম দফায় বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ চলছে

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:১৮

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি ও সরকার পতনের একদফা দাবিতে আজ বুধবার (৬ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত দশম দফায় ৪৮ ঘণ্টাব্যাপী বিএনপির সর্বাত্মক অবরোধ চলছে। আলাদাভাবে অনুরূপ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামীও।

বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, এলডিপি, লেবার পার্টিসহ সমমনা দলগুলোও পৃথকভাবে দশম দফায় এই অবরোধ কর্মসূচি পালন করছে।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। একই সময় জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুমও অনুরূপ কর্মসূচি ঘোষণা করেন।

ইত্তেফাক/এইচএ