মাত্র দু-বছর আগেই এক ভিডিও বার্তায় শাফিন আহমেদ জানান, তিনি মাইলস থেকে আলাদা হয়ে গেছেন। শুধু তাই নয়, বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ব্যান্ডের সব কার্যক্রম বন্ধের দাবিও করেন তিনি। বিপরীত বক্তব্য আসে মাইলসের অন্য সদস্য তারই বড় ভাই হামিন আহমেদের কাছ থেকে।
তবে কিছু দিন পর দেখা যায়, শাফিন ছাড়াই বাকি সদস্যরা মিলে ‘মাইলস’ পরিচালনা করছেন, কনসার্টেও গাইছেন। আবার শাফিন আহমেদ নিজের মতো করে একটি দল গঠন করে কনসার্টে নেমেছেন।
কিন্তু গত সোমবার মধ্যরাতে ফেসবুক পেজে বিস্ফোরক মন্তব্য করেন শাফিন আহমেদ। জানান, বিভিন্ন স্ট্রিমিং প্লাটফর্ম থেকে আসা মাইলসের আয়ের কোনো অংশই তাকে দেওয়া হয়নি। শাফিন আহমেদ বলেন, ‘এরা বিভিন্ন স্ট্রিমিং প্লাটফর্মে মাইলসের সকল গান দিয়ে আসছে ২০১৫ সাল থেকে। কিন্তু এক পয়সা রয়্যালটি এখন অবধি আমার হাতে আসেনি। অতি সম্প্রতি আমার সুর করা গানগুলো সরিয়ে রাখা হয়েছে, আমি প্রতিবাদ করছি সেই ভয়ে। এই কর্মকা্ল আবার গর্বের সাথে প্রচার করা হচ্ছে। আইনের কথা বাদই দিলাম। নৈতিকতা কতখানি বিসর্জন দিলে এরকম কাজ করা সম্ভব, ভেবে দেখেন।’
ছোট ভাইয়ের এমন পাবলিক পোস্ট দেখে চুপ থাকতে পারেননি বড় ভাই হামিন আহমেদ। শাফিন আহমেদের পোস্টের নিচে এসেই কড়া জবাব দেন হামিন। হামিন লেখেন, ‘আপনি এখানে সবাইকে বলেন না কেন যে, আজ পর্যন্ত আপনি মাইলস থেকে কত রয়্যালটি পেয়েছেন এবং মাইলস আপনার থেকে কত টাকা পায়? আপনি বেআইনিভাবে কোনো অনুমতি ছাড়াই মাইলসের হিট গানগুলো পারফর্ম করে যাচ্ছেন, যেগুলোর কোনোটারই আপনি প্রণেতা নন। অর্থাত্ অবৈধ ব্যবহার, যা কি-না বাংলাদেশ কপিরাইট আইনে ক্রিমিনাল অফেন্স! কে আপনাকে এই অধিকার দিয়েছে? আপনি আবার নৈতিকতার কথা বলেন!’