বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

‌‘২৪ সালেই শেষ হবে ঢাকা নগর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ’

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১৪:২১

নারায়ণগঞ্জের কাঁচপুরে ঢাকা নগর আন্তঃজেলা বাস টার্মিনালের নির্মাণকাজ আগামী বছরের মধ্যভাগে শেষ হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (৬ ডিসেম্বর) সকালে টার্মিনালটির নির্মাণকাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মেয়র তাপস বলেন, ‘এরই মধ্যে মাটি ভরাটসহ প্রকল্পটির ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজগুলো নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে।’

পর্যায়ক্রমে টার্মিনালের চারপাশে সীমানা প্রাচীর ও বাস পার্কিংয়ের ডিপোসহ অন্যান্য অবকাঠামোর নির্মাণকাজ করা হবে। টার্মিনালটি চালু হলে এখান থেকেই চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৬ জেলার বাস নির্বিঘ্নে চলাচল করবে। ফলে রাজধানীর যানজট নিরসনসহ যাত্রী সেবার মানোন্নতও হবে। যানজটের ভোগান্তি থেকে রেহাই পাবেন ঢাকা ও আশপাশের এলাকার বাসিন্দারা। সায়েদাবাদ হয়ে উঠবে আন্তঃনগর বাস টার্মিনাল। একেও সংস্কার করে আধুনিকায়নের কথা জানান ঢাকা দক্ষিণ সিটি মেয়র।

টার্মিনাল পরিদর্শনে এসে নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে জানতে সড়ক বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।

এর আগে ৯ আগস্ট কাঁচপুরে টার্মিনালটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ঢাকা দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস।

ইত্তেফাক/এইচএ