শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

বৃষ্টির সম্ভাবনা নেই, কমতে পারে রাতের তাপমাত্রা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ২০:২৪

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সারাদেশে গত দুইদিন বৃষ্টি হয়েছে। তবে আর বৃষ্টির সম্ভাবনা নেই এবং রাতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আবহাওয়াবিদ মনোয়ার হোসেন।  

এ মাসের শেষে মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে উল্লেখ করে তিনি বলেন, ‘গত দুই দিনে সারাদেশেই কমবেশি বৃষ্টি হয়েছে। কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা নেই।’

সূর্যের দেখা পাওয়া যায়নি, তাই বিভিন্ন এলাকায় গড় তাপমাত্রা ৪-৫ ডিগ্রি কমে গেছে। এজন্য সারাদেশেই কিছুটা কুয়াশাছন্ন পরিবেশ বিরাজ করছে উল্লেখ করেন তিনি। 

এদিকে আজ শুক্রবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪ মিলিমিটার ও যশোরে সর্বোচ্চ ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।  

ইত্তেফাক/এএএম