মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

যখন কাজ ছিল না, তখন কেউ খবর নেয়নি: বাপ্পারাজ

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১৩:৪৬

সম্প্রতি মুক্তি পাওয়া ‘অ্যানিমেল’ সিনেমাটি একের পর এক রের্কড নিজের করে নিচ্ছে। এতে অভিনীত তারকাও প্রশংসায় ভাসাচ্ছেন দর্শকরা। সেই তালিকায় রয়েছেন একের পর ছবি ফ্লপ হওয়ায় হতাশাগ্রস্থ হয়ে পড়া অভিনেতা ববি দেওল। এমন অবস্থায় মাত্র ১৫ মিনিটের স্ক্রিন টাইমে মাত করে দিয়েছেন এই অভিনেতা।

‘অ্যানিমেল’ সিনেমা ঘিরে রণবীরের পাশাপাশি সর্বত্রই ববি দেওলের নাম শোনা যাচ্ছে! অনেক বছর পর ছন্দে ফেরা ববির এই সাফল্য ছুঁয়ে যাচ্ছে বাংলাদেশি ছোট ও বড়পর্দার সিনিয়র তারকা মুখদেরও। বলছেন, ঠিকঠাক সুযোগ আর চরিত্র পেলে পুরনোরাও ফিরতে পারেন নিজের সেরাটা নিয়ে!

বাদ যাননি এক সময়ের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজও। নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনিও। ববি দেওলের একটি ছবি পোস্ট করে বাপ্পারাজ লেখেন, ‘ফিল্মটা এমনই। যখন কাজ ছিল না তখন কেউ খবরও নেয়নি। আর এখন সফল হওয়ার পর সাংবাদিক, ফটোগ্রাফার সবার মুখে, ববি ভাই, ববি ভাই বলে ফেনা উঠে যাচ্ছে! ফিল্মটা এমনই।’

উল্লেখ্য, আশি বা নব্বই দশকে তুমুল জনপ্রিয় ছিলেন বাপ্পারাজ। তবে বর্তমানে ক্যামেরার সামনে দেখা যায় না বললেই চলে। কারণ হিসেবে বাপ্পারাজ বলেন, ‘আমি কাজ করতে চাই। কিন্তু যেসব সিনেমা আমার কাছে আসে একই চরিত্র! বারবার একই চরিত্র করতে মজা লাগে না। বয়স হয়েছে, তাই ভারী কিছু চরিত্র করতে চাই। এখন এফডিসির বাইরে ভালো সিনেমা নির্মাণ হচ্ছে। কথাটা আরও ৫ বছর আগে বলেছিলাম। মিডিয়ার ডিরেক্টররাই ভালো করছে। তারা সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলছে। এফডিসি সিনেমাটোগ্রাফি, নির্মাণ এবং কনসেপ্ট সবদিক থেকে পিছিয়ে আছে।’

ইত্তেফাক/এএম