শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

ব্রাজিলের ফ্লুমিনেন্সকে হারিয়ে ‘বিশ্ব চ্যাম্পিয়ন’ ম্যানসিটি

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১২:৪৬

ক্লাব বিশ্বকাপের ফাইনালের লড়াইটা ছিল ইউরোপ বনাম লাতিন আমেরিকা। তবে লড়াইটা জমেনি। একপেশে ফাইনালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সক ৪-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতলো ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচের প্রথম মিনিটেই লিড নেয় ইংলিশ জায়ান্টরা। গোল করে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজ। 

লিড নিয়ে আরও আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে ম্যানসিটি। ম্যাচের ২৭ মিনিটে আত্মঘাতী গোলে ২-০ তে এগিয়ে যায় পেপ গার্দিওলার দল। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যানসিটি।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধারাবাহিকতা বজায় রাখে ইংলিশ ক্লাবটি। ম্যাচের ৭২ মিনিটে গোল করে স্কোর লাইন ৩-০ করেন ফিল ফোডেন। এরপর ম্যাচের শেষ দিকে ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পক্ষে চতুর্থ গোল করেন আলভারেজ। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয়ে শিরোপা উৎসবে মাতে ম্যানসিটি।    

ইত্তেফাক/জেডএইচ