প্রতিবছরের মতো এবারও বড়দিন উদযাপনের নানা আয়োজন করেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট।
এতে বলা হয়েছে, ২৫ ডিসেম্বর ঢাকা রিজেন্সির সিগনেচার ইভেন্ট ক্রিসমাস কিডস পার্টি রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইন এবং ১৪ তলায় অবস্থিত সেলিব্রেশন হল ভেন্যুতে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়। এই আয়োজন চলে সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
এ আয়োজন নিয়ে আরও বলা হয়েছে, শিশু-কিশোরদের জন্য এ আয়োজনে ছিল খুদে গানরাজের চ্যাম্পিয়ন শিল্পীদের মজার মজারসব গান ও মজার মজারসব ম্যাজিক। এখানে আরও ছিল টয় ট্রেন, বাউন্সি হাউস, বল হাউসসহ বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা। আর এই আনন্দকে আরও বাড়িয়ে দিতে হাজির হয় সান্তা ক্লস তার নানান উপহার ও আরও কিছু চমক নিয়ে। এই পুরো আয়োজনের সমাপ্তি টানা হয় সব বাচ্চাকে নিয়ে কেক কাটার মাধ্যমে।
ঢাকা রিজেন্সির ডিসেম্বরের এই আনন্দ উদ্যাপন ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই আয়োজনের পাশাপাশি নানা রকম অফার এবং আকর্ষণীয় অ্যাকটিভিটিস তো থাকছেই।
বিস্তারিত জানতে কল করুন ০১৭১৩৩৩২৬৬১ নম্বরে অথবা ভিজিট করুন, https://www.facebook.com/dhakaregencyhotel.