রোববার, ২২ জুন ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ফেসবুকের আয় থেকেই ফ্ল্যাট কিনলেন জয়

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১৬:২৪

শাহরিয়ার নাজিম জয়ের অভিনয়ের পাশাপাশি আরেকটি বড় পরিচয় হলো তিনি একজন উপস্থাপক। এসবের বাইরে জয় সামাজিক যোগাযোগমাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজের একটি নতুন পরিচয় প্রতিষ্ঠা করেছেন। এ থেকে ভালো অর্থও আয় করেন তিনি। 

২০২৩ সালে শাহরিয়ার নাজিম জয় শুধু ফেসবুক থেকে আয় করেছেন প্রায় ৮০ লাখ টাকা। এই খবর নিজেই জানিয়েছেন অভিনেতা। আর এই টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনেছেন তিনি। খবরটি নিজেই ফেসবুকে জানিয়েছেন তিনি।

শুক্রবার রাতে ফেসবুকে ফ্ল্যাট ক্রয়ের একটি দলিলের ছবি পোস্ট করে শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, ২০২৩ সালে নাজিম জয় পেইজের ভিউ ১০০ মিলিয়ন। আয় প্রায় ৫০  হাজার ডলার। স্পন্সর থেকে আয় ২৫ লক্ষ টাকা এবং একটি ফ্লাট। ডিজিটাল বাংলাদেশ জিন্দাবাদ।

জয়ের এই পোস্টের মন্তব্য বাক্সে প্রচুর মন্তব্য করছেন ভক্ত ও অনুসারীরা। তার শুভেচ্ছাও জানাচ্ছেন যেমন তেমনই এই অর্জনে বিস্ময়ও প্রকাশ করেছেন। 

 

ইত্তেফাক/পিএস