রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

শেখ হাসিনার আগমন ঘিরে ফরিদপুরে নিরাপত্তা জোরদার

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১২:০১

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ মঙ্গলবার নির্বাচনী জনসভায় অংশ নিতে ফরিদপুরে যাচ্ছেন। তার আগমন ঘিরে জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জেলার সরকারি রাজেন্দ্র কলেজের শহর ক্যাম্পাস মাঠে জনসভার মঞ্চ প্রস্তুত করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সেখানে পাঁচস্তরের কড়া নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, দুপুরে ফরিদপুরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার। এখানে এসে প্রথমে মধ্যাহ্ন ভোজ এবং পরে বেলা তিনটায় সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

নেতকর্মীরা উচ্ছসিত, শহরে বাড়তি নিরাপত্তা
৫ বছর পর ফরিদপুর জেলা শহরে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। জনসভা সফলে কাজ করছেন জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। তারা বলছেন, প্রধানমন্ত্রীর এ সফরে ফরিদপুরে আওয়ামী লীগের মধ্যে যে বিভক্তি রয়েছে, তা নিরসন হবে।

সকালে সরেজমিনে দেখা যায়, শহরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিটি মোড়ে অবস্থান নিয়েছেন পুলিশ ও আনসার সদস্যরা।

শেখ হাসিনার আগমন ঘিরে ফরিদপুরে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। ছবি: ইত্তেফাক

সমাবেশস্থলে দেখা গেছে, তিনটি গেট দিয়ে নেতা-কর্মী-সমর্থক ও স্থানীয় জনসাধারণের প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। সেখানেও বাড়তি নিরাপত্তা দেখা গেছে। প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে আরও একটি গেট।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। পুলিশের পাশাপাশি র‌্যাব, এসএসএফ, ডিজিএফআই ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।’

ইত্তেফাক/এইচএ