রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই: সাকিব

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৪:৪৩

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করছেন মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। বুধবার (৩ জানুয়ারি) ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে কথা বলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

জেলা আওয়ামীলীগ সূত্রে জানা যায়, শামীম হকের নিমন্ত্রণে নৌকার প্রচারণায় ফরিদপুর আসেন সাকিব। মঙ্গলবারও প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিয়েছিলেন এই টাইগার অধিনায়ক।  

বেলা ১১টায় সাকিব প্রথমে শহরের হাসিবুল হাসান লাভলু সড়কের রাসেল স্কয়ারের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপস্থিত হয়। সেখানে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে ছাদ খোলা গাড়িতে চড়েন সাকিব ও শামীম। রাসেল স্কয়ার থেকে সেই ছাদ খোলা গাড়ি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় রাসেল স্কয়ারে গিয়ে শেষ হয়। এসময় সাকিব গাড়ি থেকেই নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে হাত মিলিয়ে শামীম হকের জন্য নৌকা প্রতীকে ভোট চান।

এ সময় গণমাধ্যমকে সাকিব বলেন, 'পুরো বাংলাদেশেই এখন নির্বাচনী উৎসব মুখর পরিবেশ। আশা করি প্রতিটি জায়গাতেই শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গতকালও আমি এসেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে। আজও এসেছি শামীম ভাইয়ের জন্য। প্রধানমন্ত্রী ফরিদপুরের মানুষের জন্য যে ভালবাসা দেখিয়েছেন, আমি বিশ্বাস করি ফরিদপুরের মানুষ নৌকায় ভোট দিয়ে সেই ভালবাসার প্রতিদান দিবে। বাংলাদেশে যে উন্নয়নের ধারাবাহিকতা চলছে সেই ধারা অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নেই।' 

ইত্তেফাক/জেডএইচ