বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

সজল-তিশার ভিডিও ভাইরাল

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১৫:৫১

নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে অভিনেত্রী তানজিন তিশা ও অভিনেতা আব্দুন নূর সজলের একসঙ্গে আমেরিকায় অবকাশ যাপনের একটি ভিডিও। নয় মিনিট ২৭ সেকেন্ডের ওই ভিডিওটি বেশ ভালোই মনে ধরেছে নেটিজেনদের।

আমেরিকায় নানান খুনসুটির ওই ভিডিওটি সজল নিজেই তার ফেসবুকে শেয়ার করেন। সজলের ফেসবুক পোস্ট দেখে ঠিক একদিন পর নিজের ফেসবুক পেজেও ওই ভিডিওটি শেয়ার করেন তিশা।
 
এরপরই এ ভিডিও শেয়ার শুরু করেন নেটিজেনরা। সজল-তিশার এমন ভিডিওতে নেটিজেনরা মিলিয়েছেন দুইয়ে দুইয়ে চার।
 
অনেক নেটিজেনই তাদের ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে বলেছেন ‘পারফেক্ট জুটি’। আগামী দিনের শুভ কামনাও জানিয়েছেন অনেকে।

এদিকে সজল-তিশার ভিডিও দেখে অভিনেতা মুশফিক আর ফারহানের নাম নিতেও ভুল করছেন না। একজন লিখেছেন, নতুন কিছু শুনবো আশা করি।

আরেকজন লিখেছেন, ফারহান শেষ, সজল শুরু। সেলিব্রেটিদের বিয়ের মৌসুম চলায় অনেক নেটিজেনই এ দুই তারকার বিয়ের খবরও জানতে চেয়েছেন। যদিও এ বিষয়ে কোনো মন্তব্যই করেননি সজল ও তিশা।

ইত্তেফাক/পিএস