বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

ঘন কুয়াশায় ১২ ফ্লাইটের শিডিউল বিপর্যয়

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১১:৫০

ঘন কুয়াশার কারণে শাহজালাল বিমানবন্দরগামী আন্তর্জাতিক ৩ ফ্লাইট ডায়ভার্ট হয়ে চট্টগ্রাম শাহ আমানত, কলকাতা ও মুম্বাই বিমানবন্দরে অবতরণ করেছে। এ কারণে ১২ ফ্লাইটের শিডিউল বিপর্যয় হয়েছে।

আন্তর্জাতিক ফ্লাইটরাডার পোর্টালের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রিয়াদ থেকে আসা সাউদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট দিবাগত রাত দুইটা ১০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা। কিন্তু ঘন কুয়াশার কারণে পরে এটি অবতরণ করে ভারতের মুম্বাইয়ের মহারাজা বিমানবন্দরে।

একই কারণে দিবাগত রাত তিনটার দিকে কুয়েত সিটি থেকে আসা জাজিরা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভারতের কলকাতায় ও সিঙ্গাপুর থেকে আসা ইউএস-বাংলার একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
 
এদিকে ঘন কুয়াশাসহ বিভিন্ন কারণে শাহজালাল বিমানবন্দরগামী ১২ আন্তর্জাতিক ফ্লাইটের শিডিউল বিপর্যয় হয়েছে। বিভিন্ন এয়ারলাইন্সের রিয়াদ, কুয়ালালামপুর, গুয়াংজু, দুবাই, শারজাহ, দোহা, সিঙ্গাপুর, মাসকাট ও কুয়েত সিটি থেকে আসা এসব ফ্লাইট ১-৮ ঘণ্টা পর্যন্ত দেরিতে অবতরণ করে। এছাড়া তিনটি আন্তর্জাতিক ফ্লাইট শাহজালাল বিমানবন্দর থেকে দেরিতে ছেড়েছে।
ইত্তেফাক/এইচএ