মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

৪ ইহুদি সেটেলারের ওপর বাইডেনের নিষেধাজ্ঞা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:৩১

চারজন ইহুদি সেটেলারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলার কারণে তাদের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে বাইডেন এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।  সেখানে বলা হিয়েছে, সহিংসতা অসহনীয় মাত্রায় পৌঁছেছে। 

এই নিষেধাজ্ঞার আওতাধীন ব্যক্তিরা এখন থেকে তাদের মার্কিন সম্পত্তি ব্যবহার করতে পারবেন না। 

তবে প্রতিবেদনে ওই চারজন ব্যক্তির পরিচয় জানানো হয়নি।

ইত্তেফাক/এসটিএম