বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

কমবে রাতের তাপমাত্রা, দিন থাকবে শুষ্ক

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪০

সারাদেশে আজ রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। তবে আগামীকাল অনেকটাই অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা। এ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ শেষরাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে নৌ চলাচল সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৮ মিনিটে।

ইত্তেফাক/এসকে