বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

তিন বছরের জন্য পিসিবির দায়িত্ব পেলেন মহসিন নকভি

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২১

গেল মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন সভাপতি আশরাফ পিসিবি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এরপর এক মাস না যেতে নতুন চেয়ারম্যান পায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। গতকাল পিসিবির চেয়ারম্যান নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিন বছরের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের ৩৭তম প্রধান হিসেবে নির্বাচিত হন মহসিন নকভি। 

পিসিবির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর মহসিন বলেন, ‘আমি গভীরভাবে সম্মানিত এবং ভালো বোধ করছি যে, আমি সর্বসম্মতভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার প্রতি আস্থা রাখার জন্য আমি কৃতজ্ঞ।

আমি দেশের খেলার মান উন্নত করতে এবং পাকিস্তানে ক্রিকেট প্রশাসনে পেশাদারিত্ব ফিরিয়ে আনতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।’ যদিও এর আগে ক্রিকেটের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না এই সদ্য পিসিবির সভাপতি হওয়া মহসিন নকভির।

তবে এই বিষয়টা পাকিস্তান ক্রিকেট বোর্ডে নতুন না। এর আগে নাজাম শেঠি বা জাকা আশরাফ পিসিবির দায়িত্ব পালন করেন। তবে তারা কেউই পূর্বে থেকে ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত ছিলেন না।

ইত্তেফাক/এএম