শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

মিয়ানমার ইস্যুতে দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার দাবি চুন্নুর  

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪৬

মিয়ানমার ইস্যুতে দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। বুধবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

তিনি বলেন, ‌‘মিয়ানমারে সংঘাত চলছে। সেখান থেকে গুলি এসে আমাদের দুইজন মারা গেছেন। দেশটির ২৬৪ জন সীমান্তরক্ষী বাহিনীর সদস্য অস্ত্রসহ বাংলাদেশে ঢুকতে বাধ্য হয়েছেন। তারা বিজিবির তত্ত্বাবধানে আছেন। প্রশ্ন হলো—আরাকানদের সঙ্গে যুদ্ধটা যেভাবে শুরু হয়েছে, তাতে মনে হচ্ছে এটি দীর্ঘায়িত হবে। যদি তাই হয়, তাহলে আশ্রয় নেওয়া ১২ লাখ রোহিঙ্গাকে ব্যাক করানোর বিষয়টি অনিশ্চিতের দিকে চলে যেতে পারে।’

চুন্নু বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত নেই। মানুষ উদ্বেগের মধ্যে আছে। আমরা ধৈর্য ধরবো ঠিক আছে, কিন্তু কত সময় ধরবো? আমরা কি কি পদক্ষেপ নিয়েছি। আমার মনে হয়, দ্রুত কূটনৈতিক পদক্ষেপ না নিলে বড় সমস্যা হয়ে যেতে পারে। কারণ যেভাবে যুদ্ধ হচ্ছে, লোক আসবে, আর এলে পুশব্যাক করেও পারবো না।’

তিনি আরও বলেন, ‘এখন থেকে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ না নিলে সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে। দেশের মানুষ উদ্বেগের মধ্যে আছে। যেহেতু আমরা প্রজাতন্ত্রের মালিকের পক্ষের প্রতিনিধি। মানুষের জানার অধিকার আছে, কীভাবে বিষয়টা মোকাবিলা করছি। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো—সীমান্তের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জাতিকে অবহিত করেন।’ 

ইত্তেফাক/ডিডি