মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

চার জেলায় নতুন এডিসি

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১৫

চার জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার চার কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। জেলাগুলো হলো- নরসিংদী, গাজীপুর, ময়মনসিংহ এবং গোপালগঞ্জ।

বুধবার (৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের একান্ত সচিব শিহাব উদ্দিন আহমদকে ময়মনসিংহের এডিসি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীনকে গোপালগঞ্জ, শরীয়তপুরের ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের আলমকে নরসিংদীর এডিসি এবং নরসিংদীর বেলাবো'র ইউএনও মো. মতিউর রহমানকে গাজীপুরের এডিসি হিসেবে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

 

ইত্তেফাক/এমএএম