শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

রোনালদোর ফেরার দিনে ফাইনাল হারলো আল নাসর

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০০

ইনজুরি কাটিয়ে প্রায় এক মাস পর মাঠে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে তার মাঠে ফেরাটা সুখকর হয়নি। রোনালদোর ফেরার ম্যাচে আল হিলালের কাছে ২-০ গোলে হেরেছে আল নাসর। 

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে কিংডম অ্যারেনায় রিয়াদ সিজন কাপের ফাইনালে আল হিলালের বিপক্ষে মাঠে নামে আল নাসর। ম্যাচের শুরুর ৩০ মিনিটেই জোড়া গোলে পিছিয়ে পড়ে রোনালদোর দল। ম্যাচের ১৭ মিনিটে নাসরের জালে বল পাঠান আল হিলালের মিলানকোভিচ।

এরপর ম্যাচের ৩০ মিনিটে ফের গোল খেয়ে বসে আল নাসর। সালেম আলদাওসারি গোল করে দলের লিড দ্বিগুণ করেন। শেষ পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।

বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে রোনালদোরা। বল পজিশনে এগিয়ে থাকলেও গোল পেতে ব্যর্থ হয় তারা। ম্যাচে বেশ কয়েকবার মেজাজ হারান রোনালদো। শেষ পর্যন্ত ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।    

ইত্তেফাক/জেডএইচ