পৃথিবীখ্যাত আই-কেয়ার ব্রান্ড জেইস-এর ভিশন পার্টনারশিপের যাত্রা শুরু করেছে বাংলাদেশের ঢাকা অপটিকাল প্যাভিলিয়ন। জেইসের সুনাম রয়েছে পৃথিবীজুড়ে চোখের আধুনিকায়নে।
বাংলাদেশে পার্টনারশিপের এই মুহূর্তে জেইস'র রিজিওনাল প্রধান (ভারত ও সার্ক) ভিকাশ সাক্সেনা, হেড অফ সেলস (সার্ক) আবির চন্দ্র, হেড অফ ট্রেনিং জয়ন্ত চক্রবর্তী, হেড অফ মার্কেটিং রাহুল, রাইট কনেক্টন'র সিইও মিনহাজ হোসাইন, রাইট কনেক্টন'র ডিরেক্টর মো. আশিক, ঢাকা অপটিক্যাল প্যাভিলিয়নের সিইও ড. গাজী রিয়াজ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী আয়োজনে ভিকাশ সাক্সেনা বলেন, বাংলাদেশের চশমা ব্যবহারকারীদের উন্নত প্রযুক্তির মাধ্যমে চিকিৎসাসেবা ও একই সঙ্গে বিশ্বমানের পণ্য ব্যবহারের সুবিধা দিতে আমাদের এই যাত্রা।
ড. গাজী রিয়াজ বলেন, আমাদের এই লঞ্চিং উপলক্ষে সবসময়ের জন্য থাকছে চোখের ফ্রি চেকআপ এবং সপ্তাহজুড়ে যে কোনো পণ্যে ২০ শতাংশ ফ্লাট ডিসকাউন্ট।
মিনহাজ হোসাইন বলেন, জেইস একটি বিশ্বজুড়ে পরিচিত ব্র্যান্ড। এই ব্র্যান্ডের প্রযুক্তি সম্পর্কে জানে না এমন মানুষ খুঁজে পাওয়া দায়! আমরা চাই দেশের বাজারে ব্র্যান্ডটিকে আরও বেশি জনপ্রিয় করে তুলতে।