আড়াইহাজারে অন্যের ফসলি জমি থেকে খনন যন্ত্র দিয়ে অবৈধভাবে মাটি তোলার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় খনন যন্ত্র জব্দ করা হয়।
গতকাল মঙ্গলবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন।
শামসুজ্জাহান কনক, উপজেলাধীন দুপ্তারা ইউনিয়নের সিংরাটি এলাকার জাকির হোসেন দীর্ঘদিন ধরে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছিলেন। স্থানীয় লোকজন উপজেলায় এ ব্যাপারে জানালে গতকাল বিকালে ঘটনাস্থলে পৌঁছে এর সত্যতা পান। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জাকির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয় লোকজন জানায়, আড়াইহাজারে জাপানি অর্থনৈতিক অঞ্চলের জন্য জমি অধিগ্রহণ হতে পারে এ জন্য অসাধু মাটি ব্যবসায়ীরা কৃষকদের নাল জমির পরিবর্তে পুকুর দেখিয়ে অধিক টাকা পাওয়ার প্রলোভন দেখিয়ে ফসলি জমি থেকে মাটি তুলে নিয়ে যাচ্ছে। এতে আশপাশের ফসলি জমি ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে।