সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন অতিরিক্ত সচিব পদমর্যাদার চার কর্মকর্তা। অবসরগমনের সুবিধার্থে তাদেরকে বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অতিরিক্ত সচিব পদমর্যাদার চার কর্মকর্তার অবসর গমনের সুবিধার্থে উল্লেখিত কর্মস্থলে পদায়ন করা হলো। তাদের মধ্যে বিদ্যুৎ বিভাগে সংযুক্ত এস এম এনামুল কবিরকে বিদ্যুৎ বিভাগে, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মাহবুবা পান্নাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, অর্থ বিভাগে সংযুক্ত তাহমিদ হাসনাত খানকে একই বিভাগে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সংযুক্ত মো. আব্দুল মোমিনকে একই মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।