গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, সরকারি পৃষ্ঠপোষকতায় যারা ব্যাংক লোপাট করেছে, তাদের বিরুদ্ধে আদালত কোনো ব্যবস্থা নিতে পারে না। পুরো রাষ্ট্রকে এরা একটি সিন্ডিকেটে পরিণত করেছে এবং জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে। তাই রাষ্ট্রকে সংস্কার ছাড়া এর থেকে পরিত্রাণের কোনো উপায় নেই।
‘ব্যাংক লোপাট ও অর্থ পাচারের’ প্রতিবাদে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টন এলাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন তারা।
নেতারা বলেন, সরকারের ছত্রচ্ছায়ায় থাকে—এমন লোকেরা একদিকে ব্যাংক লোপাট করছে, টাকা পাচার করছে; অন্যদিকে বিরোধীদের ব্যবসা দখল করে নিচ্ছে। সরকারি ছায়াতলের বাইরে থাকা যে কোনো মানুষের জীবন ও সম্পদকে তারা নিরাপত্তাহীন করে তুলেছে। আর অবিরাম লুটপাটের জন্য পুরো রাষ্ট্রকে ব্যবহার করছে।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, জেএসডির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী প্রমুখ।