কক্সবাজারের ইনানী জেটি ঘাট দিয়ে অতিরিক্ত যাত্রী বহন করায় সেন্টমার্টিনগামী দুটি পর্যটকবাহী জাহাজকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উখিয়ার ইনানী নৌ-বাহিনীর জেটি ঘাটে জাহাজ দুটিকে জরিমানা করা হয়।
'এমভি বার আউলিয়া' নামের জাহাজকে ১ লাখ টাকা এবং 'কর্ণফুলি' জাহাজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন উখিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ জানান, এমভি বার আউলিয়া জাহাজে অতিরিক্ত আড়াইশ' যাত্রী এবং কর্ণফুলিতে অতিরিক্ত ১০০ যাত্রী পরিবহন হচ্ছিল। একই সঙ্গে বার আউলিয়া জাহাজের কর্তৃপক্ষের বিরুদ্ধে আগত পর্যটকদের হয়রানি-নাজেহালের অভিযোগ ছিল। ফলে জরিমানা করা হয় এবং সর্তক করা হয়েছে।
কর্ণফুলি জাহাজের কক্সবাজারের ইনচার্জ এবং জাহাজ মালিক সমিতির নেতা হোসাইন ইসলাম বাহাদুর ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, মিয়ানমারের সীমান্ত পরিস্থিতির কারণে ১০ ফেব্রুয়ারি থেকে টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী সকল পর্যটকবাহী জাহাজ বন্ধ করা হয়েছিল। এখন পর্যটন মৌসুম এবং পর্যটকের চাপ রয়েছে। এতে অতিরিক্ত পর্যটক সেন্টমার্টিনে যেতে আগ্রহী। যে কারণে কিছু অতিরিক্ত টিকেট বিক্রি করে দিয়েছে সংশ্লিষ্ট কাউন্টারগুলো। তাদেরকে এটা না করতে বলে দেওয়া হয়েছে।