মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১৩

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টার পর মির্জা ফখরুল গুলশানে খালেদা জিয়ার বাসা ‘ফিরোজা’য় প্রবেশ করে রাত সাড়ে ৯টার দিকে বের হন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি জানান, অন্তত ঘণ্টাখানেক সময় কথা বলেছেন খালেদা জিয়া ও মির্জা ফখরুল।

উল্লেখ্য, সাড়ে তিন মাস কারাগারে থাকার পর ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান মির্জা ফখরুল।

ইত্তেফাক/এমএএম