শুক্রবার, ২০ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

যুক্তরাষ্ট্রের দুই জাহাজে হামলার দাবি হুথির

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০১

এডেন উপসাগরে দুই মার্কিন জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। 'নির্ভুল নৌ ক্ষেপণাস্ত্র' দিয়ে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি ইরান সমর্থিত এই গোষ্ঠীর। 

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

হুথিদের পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিস্তিনিদের সমর্থনে এবং ইয়েমেনে মার্কিন ও ব্রিটিশ আগ্রাসনের জবাবে এসব হামলা। 

তবে হুথিদের এ হামলায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া যুক্তরাষ্ট্রও এনিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। 

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের যুদ্ধ চলছে। এই যুদ্ধে ইসরায়েলকে সমর্থন ও সহযোগিতা দেওয়ায় মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর বিভিন্ন গোষ্ঠীর হামলার পরিমাণ বেড়েছে।

ইত্তেফাক/এমএএম