মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

আরও তিন মামলায় জামিন পেলেন দুদু

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪১

রাজধানীর পল্টন থানার পৃথক তিন মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার এ তিন মামলায় জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন জামিনের আবেদন মঞ্জুর করেন। 

তবে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা থানার মামলায় হাইকোর্টে তার জামিন শুনানির জন্য অপেক্ষমাণ থাকায় কারামুক্ত হতে পারছেন না বলে জানিয়েছেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।

গত ৫ নভেম্বর দিনগত রাত ১২টার পরপর গোয়েন্দা পুলিশ পরিচয়ে ১৫ থেকে ২০ জনের একটি দল শামসুজ্জামানের বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে গ্রেফতার করা হয়। প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের ওপর হামলা ও পুলিশ সদস্য হত্যার অভিযোগের মামলায় পরদিন রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত। রিমান্ড শেষে গত ৯ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

ইত্তেফাক/জেডএইচডি