কিছু্ক্ষণের মধ্যেই শপথ গ্রহণ করবেন পাকিস্তানের পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের সদস্যরা। এরপরই গঠন করা হবে মুখ্যমন্ত্রী। প্রদেশটির মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে রয়েছেন পিএমএল-এন-এর ভাইস প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা মরিয়ম নওয়াজ। মানুষের সেবায় নতুন যুগের সূচনার আশা ব্যক্ত করেছেন তিনি।
মরিয়ম নওয়াজ আজ শুক্রবার প্রাদেশিক পরিষদ সদস্য (এমপিএ) হিসেবে শপথ নেবেন। প্রাদেশিক পরিষদের (পিএ) অধিবেশনের আগে একজন সাংবাদিক মরিয়মকে অভিনন্দন জানান এবং তাকে আজকের কার্যক্রম সম্পর্কে মন্তব্য করতে বলেছিলেন।
জবাবে তিনি বলে, ‘আশা করি, সেবা করার নতুন যুগের সূচনা হবে।’