দোহারে ঠিকাদারের বিরুদ্ধে সড়ক নির্মাণে নিম্নমানের ইট বিছানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ—ঠিকাদারি প্রতিষ্ঠান গাজী এন্টারপ্রাইজ উপজেলার কুসুমহাটি ইউনিয়নের ইমামনগর খ্রিষ্টানপাড়া ক্লাবঘর থেকে ইমামনগর গাডার ব্রিজ পর্যন্ত ৮৪ লাখ টাকা ব্যয়ে সড়কটি নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার করছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হলেও কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না।
সরেজমিনে দেখা যায়, তিনটি কোম্পানির ইট ব্যবহার করা হচ্ছে সড়ক নির্মাণে। যার মধ্যে বেশির ভাগ ইট নিম্নমানের। আর এসব ইট প্রকাশ্যেই ব্যবহার করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা লালচাঁনসহ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, বহু বছর পরে এমন একটি সড়ক নির্মাণের উদ্যোগে এলাকাবাসী খুশি। তবে কাজ শুরুর পরই নিম্নমানের ইট ব্যবহার করায় হতাশ তারা। প্রতিকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠান গাজী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি নিম্নমানের ইট ব্যবহারের কথা স্বীকার করে বলেন, কিছু নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছিল পরে তা উঠিয়ে নেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল সাইদের মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।