‘নানা প্রতিবন্ধকতা এবং সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিগত দিনগুলোতে স্বতঃস্ফূর্তভাবে বাংলা সংগীতের উত্কর্ষ সাধনে যেভাবে কাজ করে চলেছে ধ্রুব মিউজিক স্টেশন, আগামী দিনগুলোতেও সেই ধারা অব্যাহত থাকবে।’—
নিজের প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশনের ৭ বছর পূর্তিতে কথাগুলো বলেন সংগীতশিল্পী ধ্রুব গুহ। সম্প্রতি ৭ বছর পেরিয়ে ৮ বছরে পদার্পণ করেছে দেশের আলোচিত অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
২০১৭ সালের ২৫ ফেব্রুয়ারি বাংলা গান বিশ্ব-দরবারে তুলে ধরতে এবং তারুণ্যের স্বপ্ন আরো বিস্তৃত ও ঝলমলে করতে যাত্রা শুরু হয় প্রতিষ্ঠানটির। শুরু থেকেই ধ্রুব মিউজিক স্টেশন প্রকাশ করেছে মানসম্পন্ন গান। ক্রমাগত সেসব গান পৌঁছে গেছে দর্শক-শ্রোতার পছন্দের শীর্ষে।
বর্ষপূর্তিতে প্রতিষ্ঠানটির কর্ণধার শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ধ্রুব গুহ ডিএমএসের সব শ্রোতা-দর্শক, শিল্পী-কলাকুশলী, গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ধ্রুব গুহ বলেন, ‘আমরা প্রতিষ্ঠার শুরু থেকেই শুদ্ধ বাংলা গানের চর্চা করছি। শুধু প্রতিথযশা শিল্পী না, নতুন প্রতিভাবান শিল্পীদেরও সুযোগ দিয়ে যাচ্ছি।’