বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

বিপিএল ফাইনালের উত্তাপে সামিল বায়ার্ন মিউনিখ

আপডেট : ০১ মার্চ ২০২৪, ১৭:৪৭

আজ পর্দা নামছে বিপিএলের দশম আসরের। ফাইনালে মাঠে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের। পঞ্চম শিরোপার খোঁজে মাঠে নামবে কুমিল্লা। আর প্রথমবার শিরোপা ছুঁতে চায় বরিশাল। বিপিএলের ফাইনালের উত্তাপ এখন দেশজুড়ে। আর এই উত্তাপে সামিল হয়েছে জার্মান বুন্দেজলিগার ক্লাব বায়ার্ন মিউনিখ।

শুক্রবার (১ মার্চ) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে বিপিএলের ফাইনাল নিয়ে পোস্ট করে বায়ার্ন মিউনিখ। একইসঙ্গে জুড়ে দেওয়া একটি ছবিতে ব্যাট হাতে দেখা যাচ্ছে বায়ার্নের তারকা ফরোয়ার্ড হ্যারি কেইনকে। পোস্টে জার্মান ক্লাবটি লিখেছে, 'বিপিএলের ফাইনালের দিন আজ। হ্যারি কেনের কোন দলে যোগ দেওয়া উচিত?

তবে ওই পোস্টটির প্রাইভেসি কাস্টম করে দিয়েছে বায়ার্ন। অর্থাৎ, কেবল বাংলাদেশে অবস্থানরত নেটিজেনরাই তাদের ওই পোস্টটি দেখার সুযোগ রয়েছে। বায়ার্নের এই পোস্টে বাংলা ভাষাভাষী অনেকেই কমেন্ট করেছেন। বায়ার্নের পেজে দেওয়া অন্যান্য পোস্টের চেয়ে বিপিএলের পোস্টে বেশি প্রতিক্রিয়া দেখা গেছে।

ইত্তেফাক/জেডএইচ