বর্ণিল আয়োজনের মাধ্যমে জেনেভায় বসবাসরত প্রবাসী বাঙালিদের উদ্যোগে উদযাপন করা হয়েছে বাংলা ঋতুরাজ ‘বসন্ত ১৪৩০’। অনুষ্ঠানে প্রবাসী বিভিন্ন পরিবার মুখরোচক দেশীয় খাবার ও বাংলার ঐতিহ্যবাহী পিঠা তৈরি করে নিয়ে আসেন।
রোববার (৩ মার্চ) সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খানের বাসভবনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালক শশী খান সবার জন্য সুখ শান্তি ও সফলতা বয়ে আনার আশাবাদ করেন এবং আয়োজক উপস্থিত সকলকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করেন।
ঋতু বরণ অনুষ্ঠানের শুরুতেই নানা রঙের বিভিন্ন রকমের দেশীয় পোশাক ও সাজসজ্জায় শিশু কিশোর সহ সকলের উপস্থিতিতে এক আনন্দ মুখর পরিবেশের সৃষ্টি হয় সে যেন সুইজারল্যান্ডের বুকে এক টুকরো বাংলাদেশ। বাংলার ঐতিহ্যবাহী রকমারি দেশীয় পিঠা ও খাওয়া দাওয়ার আয়োজন ছিল চোখে পরার মত। শাড়ি ও পাঞ্জাবিতে নারী-পুরুষ এবং শিশু কিশোরদের গায়ে শোভা পাচ্ছিলো বাহারি রঙের দেশীয় পোশাক।
সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ ও গানে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মিয়া, মশিউর রহমান সুমন, গৌড়ী চরন রিমি, রুমি বড়ুয়া, স্বণিকা বড়ুয়া, রবিন বড়ুয়া, তুলি বড়ুয়া ও শিশু শিল্পী এরোয়ান কিংশুক পালসহ আরও অনেকে।
উপস্থিত প্রায় সকলেই বিভিন্ন ধরনের খেলাধুলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং পুরস্কার জিতে নেন।
বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি প্রবাসের মাটিতে উজ্জীবিত রাখতে ও পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াসে এত সুন্দর একটি অনুষ্ঠানের পরিকল্পনা, আয়োজন ও সহযোগিতার জন্য শ্যামল খান তার ব্যক্তিগত এবং পরিবারের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন দিবাকার পাল কল্যাণ, সমিরন বড়ুয়া জিশু, গৌড়ী চরণ সসীম, সুমন বড়ুয়া, সফিকুল জুনায়েদ, মুন্সি ঢালী এবং তারেক আল মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন শাহীন মজুমদার, মো. আকবর আলী, বিপুল তালুকদার, অশোক কুমার সরকার রবি, আব্দুর রব খাদেম, স্বপন কুমার সাহা, অসংক বড়ুয়া প্রমুখ।