মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

পিটার হাস আয়োজিত নৈশভোজ

অপরচুনিটি ইন্টারন্যাশনালের সিটিওর সঙ্গে সম্ভাব্য সহযোগিতা নিয়ে ড. ইউনূসের বৈঠক

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৩:২৫

শান্তিতে নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূস গত সোমবার রাতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস আয়োজিত এক নৈশভোজে অংশ নেন। সেখানে বিশ্বব্যাপী ক্ষুদ্রঋণ কর্মসূচির সহায়তাকারী ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠান অপরচুনিটি ইন্টারন্যাশনালের প্রধান চিফ টেকনোলজি অফিসার গ্রেগ নেলসনের সঙ্গে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

গতকাল মঙ্গলবার ইউনূস সেন্টারের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেগ নেলসনের সঙ্গে ড. ইউনূসের বৈঠক উপলক্ষ্যে পিটার হাস এই নৈশভোজের আয়োজন করেন। বৈঠকে গ্রামীণ এবং অপরচুনিটি ইন্টারন্যাশনালের বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচি নিয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে সম্ভাব্য সহযোগিতা বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। অ্যামি হাস, লরি নেলসন এবং গ্রামীণ শিক্ষার এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান নূরজাহান বেগমও ঐ নৈশভোজ ও আলোচনায় অংশ নেন।

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fbangladesh.usembassy%2Fposts%2F813299824169301&show_text=true&width=500" width="500" height="722" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>

এদিকে মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে ঐ অনুষ্ঠানের কয়েকটি ছবি পোস্ট করে বলা হয়েছে, ড. ইউনূস এবং নূরজাহান বেগমকে আপ্যায়িত করতে পেরে সম্মানিত বোধ করছি। যাদের কাজ লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে বের হয়ে আসার ক্ষমতা দিয়েছে। যুক্তরাষ্ট্র ড. ইউনূস এবং তার সহকর্মীদের বিরুদ্ধে মামলাগুলোর অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমরা উদ্বেগ প্রকাশ করেছি যে, এই মামলাগুলো বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহারের বিষয়টি তুলে ধরতে পারে।

ইত্তেফাক/এমএএম