শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

শেষ হলো রাবি ভর্তি পরীক্ষা

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১৭:২১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আগামী ২৫ মার্চের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৯টায় ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এ ভর্তি পরীক্ষা শুরু হয় এবং আজ বৃহস্পতিবার (৭মার্চ) 'বি ইউনিট' (বাণিজ্য বিভাগ)'র পরীক্ষার মাধ্যমে এ পরীক্ষা শেষ হয়। 

ফলাফল প্রকাশ সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, আগামী ২৫ মার্চের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। ভর্তি চলবে আগামী ১০ মে থেকে ২০ জুন পর্যন্ত। আগামী ১ জুলাই থেকে ক্লাস শুরু। এ ছাড়া ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা যাবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, এবারে ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল 'সি' ইউনিটের অবিজ্ঞান গ্রুপে ৯৫.৩৩ শতাংশ; 'বি' ইউনিটের বাণিজ্য  গ্রুপে ৯১.৮৪ শতাংশ ও 'এ' ইউনিটের অবাণিজ্য গ্রুপে ৮৭.৩২ শতাংশ। সার্বিকভাবে গড়ে ৯১.৫০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় উপস্থিত ছিল।

সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, সংশ্লিষ্ট সকলের সতর্কতামূলক পদক্ষেপের ফলে এবারের ভর্তি পরীক্ষায় কোনো প্রকার জালিয়াতি বা কারসাজির ঘটনা ঘটেনি। এবার ভর্তিচ্ছুদের নিবন্ধনের শুরু থেকেই কৃত্রিম বুদ্ধিমতত্ত্বাসহ প্রয়োজনীয় অন্যান্য প্রযুক্তি ব্যবহারের ফলে কোনোরূপ অসদুপায় অবলম্বন রোধ করা গেছে।

ভর্তি পরীক্ষা বিকেন্দ্রীকরণ সম্পর্কে তিনি বলেন, ভর্তি পরীক্ষার কাঠামোগত যেকোনো পরিবর্তন করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। অনেকেরই ধারণা, ভিসি-প্রোভিসিরা এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু ভর্তি পরীক্ষার যাবতীয় বিষয় নিয়ে সিদ্ধান্ত হয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে।

উল্লেখ্য, ৫ মার্চ 'সি' ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা, ৬ মার্চ 'এ' ইউনিট (মানবিক) ও ৭ মার্চ 'বি' ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে দুপুর ১২টা, বেলা ১টা থেকে ২টা এবং বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মোট চার শিফটে অনুষ্ঠিত হয়। এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টাব্যাপী এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ইত্তেফাক/এআই