মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

নকশা-বহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযানে ৪ লাখ টাকা জরিমানা

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৪:২২

কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের আটি মডেল টাউন এলাকায় নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসময় ৮টি ভবনের আংশিক অপসারণসহ ২টি ভবনের মালিককে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ৩টি ভবনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

মঙ্গলবার (১২ মার্চ) দিনব্যাপী এই উচ্ছেদ অভিযান চালায় রাজউক। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এসব ভবনের মালিকরা যেন পরবর্তীতে রাজউক অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ করেন এবং নকশা-বহির্ভূত অংশ নিজ দায়িত্বে ভেঙে ফেলবেন মর্মে অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে অংশ নেন রাজউক জোন-৫ এর পরিচালক মো. হামিদুল হক, অথরাইজড অফিসার সাঈদা ইসলাম, উপ-নগর পরিকল্পনাবিদ নবায়ন খীসা, সহকারী অথরাইজড অফিসার মো. ইসমাইল হোসেন, প্রধান ইমারত পরিদর্শক সজল মজুমদার, ইমারত পরিদর্শক শুভ সাহা, রাজু আহমেদ ও সাইফুল ইসলাম।

ইত্তেফাক/এসটিএম