শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

মারা গেছেন ‘খাইরুন লো’ গানের গীতিকার ওয়াদুদ রঙ্গিলা

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১০:৩১

‘খায়রুন লো তোর লম্বা মাথার কেশ, চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ...’ গানের গীতিকার ওয়াদুদ রঙ্গিলা মারা গেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১২ মার্চ) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। 

মৃত্যুর বিষয়টি জানিয়ে ওয়াদুদ রঙ্গিলার ভায়েরা জামিল হোসেন সরকার সংবাদমাধ্যমকে জানান, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন ওয়াদুদ রঙ্গিলা। এক সপ্তাহ আগে ব্রেইন স্ট্রোকে তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 

লোককাহিনী নিয়ে নির্মিত কালজয়ী চলচ্চিত্র ‘খাইরুন সুন্দরী’ সিনেমার ‘খায়রুন লো তোর লম্বা মাথার কেশ, চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ...’ গানটি লিখেন ওয়াদুদ রঙ্গিলা। সিনেমাটির মূল চরিত্র খাইরুন সুন্দরীর ছোটভাই রফিক চরিত্রে সফল অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর তিনি চিনিবিবি, মালেকা সুন্দরী ও অগ্নিসাক্ষীসহ বেশ কিছু ব্যবসাসফল ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। 

এ ছাড়া তিনি ছিলেন নির্মাতা, প্রযোজক, গীতিকার ও সুরকার। তিনি নাটক ও কবিতাও লিখতেন।

ইত্তেফাক/এসজেড

এ সম্পর্কিত আরও পড়ুন